তারকা প্রেমিক জুটির বাইক রাইডের ভিডিও ভাইরাল

টিভি সিরিয়ালের নতুন জুটি করন কুন্দ্রা ও তেজস্বী প্রকাশ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাদের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, মোটরসাইকেলে চালকের আসনে বসে আছেন অভিনেতা করন কুন্দ্রা। কিছুক্ষণ পর তার সামনে এসে বসেন তার প্রেমিকা অভিনেত্রী তেজস্বী প্রকাশ। মোটরসাইকেলে চালকের পেছনের আসনে না বসে সামনে বসার কারণে যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি বক্তদের বিশেষভাবে নজর কেড়েছে এই ভিডিওটি।
ইন্ডিয়া ডটকম এক প্রতিবেদনে জানায়, করন কুন্দ্রা ও তেজস্বীর মিউজিক ভিডিওর দৃশ্যের জন্য শটটি দিয়েছিলেন এই প্রেমিক জুটি। তবে মিউজিক ভিডিওতে যে শটটি ব্যবহার করা হয়েছে এটি সেটি নয়। বরং এনজি শটটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এই জুটির এক ভক্ত। মিউজিক ভিডিওটি গত জুলাই মাসে মুক্তি পেয়েছে।
উল্লেখ্য, বিগ বসের ঘরে প্রেমের সম্পর্কে জড়ান অভিনেত্রী তেজস্বী প্রকাশ ও করন কুন্দ্রা। বর্তমানে তারা লিভ-ইন সম্পর্কে রয়েছেন।
কিছু দিন আগে এই জুটি ভারতের সীমানা পেরিয়ে দুবাইয়ে বিলাসবহুল একটি ফ্ল্যাট কিনেছেন। দুবাইয়ের বিলাসবহুল ফ্ল্যাটটি কীভাবে সাজিয়েছেন তা সম্প্রতি এক ভিডিওর মাধ্যমে ভক্তদের দেখিয়েছেন তারা।
আইকে