ঢাকা বুধবার, ১৫ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১


পর্তুগালে শোক দিবস পালন


১ সেপ্টেম্বর ২০১৮ ০১:৪৬

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস  উপলক্ষে বৃহস্পতিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় পর্তুগালেরর লিসবনের একটি পাঁচ তারকা হোটেলে এক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে পর্তুগাল ছাত্রলীগ।

এ শোক সভার সভাপতিত্ব করেন পর্তুগাল ছাত্রলীগের সভাপতি শিপলু আহমেদ। সঞ্চালনায় ছিলেন জাহিদ হাসান সোহাগ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়।

শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্য এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় সকল শহীদের প্রতি সম্মান দেখিয়ে ১মিনিট নীরবতা পালন করেন।

শোক সভার প্রধান বক্তা ছিলেন পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি রনি হোসাইন। এছাড়াও
উপস্থিত ছিলেন- পর্তুগাল ছাত্রলীগের ইসমাইল হোসেন মামুন, লিকসান মিয়া, শহিদুল ইসলাম সজিব,
রিদোআন নোভেল, ফাইনাল আহম্মেদ, সোহেল রানা, ইবনে আরিফ প্রমুখ।

শোক সভা শেষে শহীদের মাগফেরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।