ঢাকা বুধবার, ১৫ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১


ওমানে মসজিদের খাদেম থেকে সিআইপি


১ সেপ্টেম্বর ২০১৮ ০০:৪১

ওমানে প্রায় ৮ লাখের মতো বাংলাদেশি বসবাস করেন। নির্মাণ কাজ থেকে শুরু করে কৃষি কাজ পর্যন্ত সবখানেই বাংলাদেশিদের পদচারণা দৃশ্যমান রয়েছে। দেশটির ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে প্রবাসী বাংলাদেশির অবদানও কম নয়।

মোহাম্মদ ইদ্রিস নামে এই ব্যবসায়ী চট্টগ্রামের সাতকানিয়া থেকে ১৯৮৮ সালে ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে পাড়ি জমান মরুভূমির দেশ ওমানে।

শুরুতে তিনি একটি মসজিদের খাদেম ছিলেন। এর কিছুদিন পর ব্যবসা বাণিজ্যে মনোনিবেশ করেন। ওমানের মাস্কাট থেকে প্রায় ৩০০ কিমি দূরে ‘সুর’ নামে একটি এলাকায় প্রথম ব্যবসা শুরু করেন। এখন তার সেই ৫টি ব্রাঞ্চ ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক তিনি। তার ব্যবসায় পণ্যের মধ্যে রয়েছে ইলেকট্রনিক যন্ত্রাংশ। ফ্রিজ, হ্যাভেন, এসি ইত্যাদি উল্লেখযোগ্য।

মেয়ের নামেই কোম্পানির নাম দিয়েছন ‘মারওয়া’। এই প্রতিষ্ঠানের একটি শাখা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশিদের ভূয়সী প্রশংসাও করেন।

ইদ্রিস শুধুমাত্র একজন সফল ব্যবসায়ীই নন, ইতোমধ্যে তিনি সফল রেমিটেন্স সৈনিক হিসেবে বাংলাদেশ সরকার থেকে সিআইপি সম্মাননা পেয়েছেন।

জানা গেছে, এখন তার ব্যবসায় প্রতিষ্ঠানে দেড় শতাধিক শ্রমিক নিয়মিত কাজ করছেন। এর মধ্যে ৯০ শতাংশই বাংলাদেশি শ্রমিক।