ঢাকা সোমবার, ২৭শে মার্চ ২০২৩, ১৩ই চৈত্র ১৪২৯


কেপটাউনে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, আহত ২


২৫ ফেব্রুয়ারি ২০২৩ ০০:৩৫

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হয়েছে। তাদের মধ্যে এক কিশোরও রয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ বাংলাদেশি। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

কর্তৃপক্ষ জানায়, প্রবাসী বাংলাদেশিকে এয়ারপোর্টে পৌঁছে দেয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। কেপটাউন থেকে প্রায় ৭০ কি.মি. দূরে বাফেলো নামক শহরে মালবোঝাই একটি লরির সাথে তাদের বহনকারী গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৫ বাংলাদেশি মারা যান।

জানা গেছে, নিহত ৫ জনের মধ্যে ৪ জনই ফেনী নিবাসী। তারা হলেন, ফেনী সদর উপজেলার ইসমাইল হোসেন, দাগনভূইয়া উপজেলার মোস্তফা কামাল, রাজু আহমেদ, মোঃ হোসেন এবং তার ছেলে নাজিম হোসেন।

অন্যদিকে আহতরা হলেন, আনিসুল হক এবং নাহিদ।

আইকে