ঢাকা বুধবার, ৮ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১


ইতালিতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ৬৩৬ জনের


১৩ নভেম্বর ২০২০ ০৬:১৩

সংগৃহিত

ইতালিতে কোভিড-১৯ করোনা ভাইরাস দ্বিতীয় ধাপে ক্রমেই দীর্ঘ হচ্ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা । মোট মৃত্যুর সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়ে গেছে।

১২ নভেম্বর গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৭,৮৭৮ জন এবং মৃত্যু হয়েছে ৬৩৬ জন। তবে আজ রেকর্ড সংখ্যক রোগী সুস্থ হয়েছে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৫,৬৪৫ জন। প্রথম ও দ্বিতীয় ধাপে মোট সুস্হ হয়েছে ৩,৮৭,৭৫৮ জন।
গুরুতর অসুস্থ আছেন ৩,,১৭০ জন । চিকিৎসাধীন রয়েছেন ৬,৩৫,০৫৪ জন। মোট মৃত্যু হয়েছে ৪৩,৫৮৯ জন।
সর্বমোট ইতালীতে আক্রান্ত ১০,৬৬,৪০১ জন।

এখনও শীত বেশী না বাড়লেও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুতই বাড়ছে। ইতালিকে ৩ টি জোনে ভাগ করা হয়েছে।করোনা ভাইরাসে বেশী আক্রান্ত এলাকাকে রেড় জোন,মধ্যম আক্রান্ত এলাকাগুলিকে অরেন্জ জোন এবং অল্প আক্রান্ত এলাকাগুলি ইয়োলো জোন হিসাবে ভাগ করা হয়েছে। ইতালির রেড় জোন এলাকায় গত ৬ নভেম্বর থেকে লগডাউন শুরু হয়েছে। এছাড়াও সমগ্র ইতালিতে রাত ১০ টা থেকে সকাল ৫ টা পর্যন্ত কারফিউ বহাল রয়েছে। প্রায়োজন ছাড়া বাহিরে না যাওয়ার জন্য বলা হয়েছে। মুখে মাক্স ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।