ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


ইতালিতে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা ২৯ হাজার ছাড়ালো


৬ মে ২০২০ ০৪:৪২

প্রতিকি

ইতালিতে আজ কোভিড-১৯ করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা , ২৩৬ জন। আক্রান্ত ১০৭৫ জন। মোট মৃত্যুর সংখ্যা সাড়ে ২৯ হাজার ছাড়ালো। কিছুদিন যাবত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে শুরু করায় ইতালির নাগরিকরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করছে ।কিন্তু হঠাৎ করে আবার বেড়ে যায়। আজ সুস্থ হয়ে বাসায় ফিরেছে ২৩৫২ জন।

৫ মে ইতালিতে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ওয়াল্ডো মিটারস্ এর রিপোর্ট অনুযায়ী ১০৭৫ জন, তবে,সরকারী হিসাবে আক্রান্তের সংখ্যা আরো কম ।সুস্থ হয়েছে ২৩৫২ জন, মৃত্যু হয়েছে ২৩৬ জন।

ইতালিতে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২,১৩,০১৩ জন, মোট মৃত্যুর সংখ্যা ২৯,৩১৫ জন, তবে মোট সুস্হ হয়েছে ৮৫,২৩১ জন, গুরতর অবস্থায় আই,সি, ইউ তে রয়েছে ১,৪২৭ জন।চিকিৎসাধীন রয়েছে ৯৮,৪৬৭ জন।

ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা হলেও কমতে শুরু করেছে। তবে আজ রেকর্ড সংখ্যক করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্হ হয়ে বাসায় ফিরেছে।এখনও সরকার কিংবা সাধারণত মানুষ বুঝতে পারছে না কবে নাগাদএই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা শূন্যের কোঠায় নেমে আসবে।সেই অপেক্ষায় থাকতে হবে সকলকে। সরকারের ঘোষণা অনুযায়ী তৃতীয় দফায় লগডাউন ৩ মে শেষ হয়েছে ।তবে গতকাল ইতালিতে লগডাউন শিথিল করা হওয়ায় কেউ কেউ মনে করছেন, শিথিল হওয়ার কারনে আক্রান্তের সংখ্যা বেড়ে যেতে পারে।