ঢাকা সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১


কাতারে করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ছাড়ালো


২৩ এপ্রিল ২০২০ ০৪:০৮

প্রতিকি

কাতারে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়ে সাত হাজার ছাড়িয়েছে।আজ ২২ এপ্রিল বুধবার নতুন করে ৬০৮ জনসহ দেশটিতে মোট ৭১৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং গত ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু হয়েছে । তিনি কোন দেশের নাগরিক তা এখোনো জানা যায় নি। আজ পর্যন্ত মোট মৃত্যু দাড়িয়েছে ১০ জনে ।

গত ২৪ ঘন্টায় ৩২৮৭ জন সহ এ পর্যন্ত ৭০০১২ জন মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা আক্রান্তদের অন্তত ৬৮৯ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন এবং ৬৪৪২ জন চিকিতসাধিন আছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত ১১ জানুয়ারি করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে চীনে। এরপর মার্চের মাঝামাঝি থেকে বাড়তে শুরু করে মৃত্যু। এপ্রিলে এসে তা ভয়াবহ রূপ নেয়।


গত ২৪ ঘন্টায় ৭৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।