ভিজিট ভিসায় আসা বিদেশীদের জন্য সুখবর দিল কাতার

কাতারের ভিজিট ভিসাধারীদের জন্য সুখবর দিয়েছেন কাতার স্বরাষ্ট্রমন্ত্রনালয় । যারা করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সমস্যা তথা ফ্লাইট বন্ধ থাকার কারণে ভিসার মেয়াদ শেষ হলেও কাতার ত্যাগ করতে পারেন নি তারা কোন জরিমানা ছাড়া আপাতত কাতারে থাকতে পারবেন ।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রানালয় গতকাল সোমবার এক ঘোষনায় জানিয়েছে যে, যারা ভিজিট বা ট্যুরিস্ট ভিসায় এসে কাতারে আটকা পড়েছেন, তাদেরকে ভিসা রিনিউ করতে হবেনা এবং এজন্য কাতার সরকারকে কোন ফি প্রদান করতেও হবে না । ফ্লাইট সার্ভিস পুণরায় চালু না হওয়া অবধি তারা এই সুবিধা ভোগ করতে পারবেন।
তবে পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের দেশত্যাগের জন্য সুযোগ দেয়া হবে।