ঢাকা সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


ইতালিতে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়ালো


১৪ এপ্রিল ২০২০ ০৪:৪৯

প্রতিকি

ইতালিতে কোভিড-১৯ করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেল। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ছাড়ালো।

১৩ এপ্রিল ইতালিতে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ওয়াল্ডো মিটারস্ এর রিপোর্ট অনুযায়ী ৩১৫৩ জন, সরকারি হিসাবে ১৩৬৩ জন, সুস্থ হয়েছে ১২২৪ জন।

ইতালিতে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১৫৯৫১৬ জন, মোট মৃত্যুর সংখ্যা ২০৪৬৫ জন, তবে মোট সুস্হ হয়েছে ৩৫৪৩৫ জন, গুরতর অবস্থায় আই,সি, ইউ তে রয়েছে ৩৩৬৮ জন।

ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা মাঝে মাঝে একটু কমলেও হঠাৎ করে আবার বেড়ে যায়। এখনও সরকার কিংবা সাধারণত মানুষ বুঝতে পারছে না কবে নাগাদ এই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা শূন্যের কোঠায় নেমে আসবে। সেই অপেক্ষায় থাকতে হবে সকলকে।