ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে

কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আগের চেয়ে অনেক কমেছে। ১২ এপ্রিল সর্বশেষ তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ইতালিতে আক্রান্ত হয়েছে ৪০৯২ জন, সুস্থ হয়েছে ১৬৭৭ জন এবং মৃত্যু বরন করেছে ৪৩১ জন।
এনিয়ে ইতালিতে সর্বমোট আক্রান্তের সংখ্যা ১৫৬৩৬৩ জন, মোট মৃত্যু বরন করেছে ১৯৮৯৯ জন, সুস্থ হয়ে বাসায় ফিরেছে ৩৪২১১ জন। এছাড়া গুরতর অবস্থায় রয়েছে ৩৩৪৩ জন।
ইতালিতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা কিছুটা কম হওয়ায় ইতালিতে বসবাসরত মানুষ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করছে। তবে ইতালি সরকার কর্তৃক ঘোষিত লগডাউনের মেয়াদ আগামী ৩ মে পর্যন্ত বহাল রয়েছে।