ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত


৭ আগস্ট ২০১৯ ২০:৩১

ছবি সংগৃহিত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম সাদমান সাকিব (২৩)। তিনি নিউ ইয়র্কের লাগোয়ার্ডিয়া কমিউনিটি কলেজের কম্পিউটার বিজ্ঞানের ছাত্র ছিলেন।

ঢাকায় জন্ম সাকিবের গ্রামের বাড়ি ফেনীতে। তার বাবার নাম মঈনউদ্দিন। স্থানীয় সময় রোববার ভোরে নিউ ইয়র্কের কুইন্সে ওজনপার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

১০৬ প্রেসিঙ্কটের পুলিশ কর্মকর্তা ও নিউ ইয়র্ক পুলিশের দুর্ঘটনা-তদন্ত কর্মকর্তারা জানান, উডহ্যাভেন এলাকার বাসিন্দা সাকিব অ্যামাজন ডটকমে খণ্ডকালীন কাজ করতেন। ওইদিন ভোরে পণ্য ডেলিভারি দিতে সাউথ কন্ডুইট অ্যাভিনিউতে দুর্ঘটনায় পড়েন তিনি। সাকিবের গাড়ি এতই দ্রুতগতিতে চলছিল যে নিয়ন্ত্রণ হারানোর পর রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।

সংবাদ পেয়ে টহল পুলিশ সেখানে পৌঁছায়। পুলিশের সঙ্গে আসা অ্যাম্বুলেন্সের প্যারামেডিক্যাল প্রাথমিক পর্যবেক্ষণেই পুলিশকে জানায় যে সাকিব বেঁচে নেই। সাকিবের লাশ ফিউনারেল হোমে নেয়ার পর তার স্বজনকে সংবাদটি জানানো হয়।