ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


মালয়েশিয়ায় দুর্ঘটনায যুবক নিহত


১৮ জুলাই ২০১৯ ২০:৪৭

ছবি সংগৃহিত

মালয়েশিয়ার কুয়ালালামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মাহবুব আলম (৩৪) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।

নিহত মাহবুব নাটোরের বড়াইগ্রাম উপজেলার ধামানিয়াপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে। বৃহস্পতিবার সকালে জানাজা শেষে উপজেলার ধামানিয়াপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে শুক্রবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন তিনি। মাহবুব আলমের মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহতের স্বজনদের বরাত দিয়ে মাঝগাঁও ইউপি চেয়ারম্যান প্রভাষক আবদুল আলিম জানান, ২০১৮ সালের জুন মাসে মাহবুব জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি জমান। তিনি সেখানে একটি ইলেকট্রিক কোম্পানিতে চাকরি করতেন। তার স্ত্রী ও আট বছর বয়সের এক ছেলে সন্তান রয়েছে।