ঢাকা মঙ্গলবার, ৩রা ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১


ঢাকা বোর্ডে ১৩১৯ জনের ফল পরিবর্তন


১৪ নভেম্বর ২০২৪ ১৭:২৫

ফাইল ফটো

২০২৪ সালের এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ড এই ফল প্রকাশ করে।

 

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডের খাতা পুনর্নিরীক্ষণে এক হাজার ৩১৯ জনের ফল পরিবর্তন হয়েছে।

 

উত্তরপত্র পুনর্নিরীক্ষণে এবার আবেদন করেছিলেন ৫৯ হাজার ৬৭৮ জন শিক্ষার্থী। এদের মধ্যে ১ হাজার ৩১৯ শিক্ষার্থীর জিপিএ পরিবর্তন হয়েছে।

 

ফলাফলে দেখা গেছে, অনুত্তীর্ণ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন ২১৩ জন। অনুত্তীর্ণ একজন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

 

পরীক্ষা ফলাফলের পর গত ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের আবেদন জমা নেয় শিক্ষা বোর্ড।