জঙ্গল সলিমপুরে র্যাবের অভিযানে সন্ত্রাসীদের হামলায় কর্মকর্তা নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে র্যাবের অভিযানে সন্ত্রাসীদের হামলায় মোতালেব নামে এক র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন । এছাড়াও গুরুতর আহত ৩ জনকে নেওয়া হয়েছে সিএমএইচে।
নিহত মোতালেব বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে প্রেষণে র্যাবে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ডিএডি) হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযানের সময় এ ঘটনা ঘটে।
র্যাব জানায়, একটি আভিযানিক দল জঙ্গল সলিমপুরে অভিযান পরিচালনা করতে যায়। এসময় তাদের ওপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। গুরুতর আহত হন চারজন র্যাব সদস্য। পরে তাদের উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে নেওয়া হলে মোতালেবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনার পর থেকেই জঙ্গল সলিমপুরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
