ঢাকা বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু, এবারও লটারিতে


১৭ নভেম্বর ২০২২ ০০:০৩

সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগর ও উপজেলা সদরের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আজ বুধবার (১৬ নভেম্বর) থেকে ভর্তির আবেদন শুরু হয়েছে। এবারও লটারিতে ভর্তি করা হবে। একজন প্রার্থী সর্বোচ্চ ৫টি স্কুলের পছন্দক্রম উল্লেখ করতে পারবে আবেদনে।

গত সোমবার ২০২৩ শিক্ষাবর্ষে এ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগরী ও জেলার সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হবে ১৬ নভেম্বর। চলবে আগামী ৬ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত। আবেদন প্রক্রিয়া শেষে এবারও লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। আবেদনের সময় একজন প্রার্থী একই গ্রুপে পছন্দক্রম দিয়ে সর্বোচ্চ ৫টি বিদ্যালয় দিতে পারবে’।

এত আরও জানানো হয়, সরকারি স্কুলে ভর্তির লটারি হবে ১০ ডিসেম্বর। আর বেসরকারি স্কুলের লটারি ১৩ ডিসেম্বর। ২৮ ডিসেম্বরের মধ্যে ভর্তির প্রক্রিয়া শেষ করা হবে। ভর্তির ক্ষেত্রে লটারি ছাড়া অন্য কোনো পরীক্ষা নেওয়া যাবে না।

নতুনসময়/আইকে