ঢাকা শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


ঢাবিতে রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন আজ


১ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৪০

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) তে শুরু হচ্ছে ‘রোহিঙ্গা: রাজনীতি, জাতিগত নির্মূলাভিযান ও অনিশ্চয়তা’ শীর্ষক দুই দিনব্যাপী রোহিঙ্গা বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন ।
আজ (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৩১ আগস্ট) বিকালে ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলনের মাধ্যমে এটি জানানো হয়। এতে ২১টি সেশনে ৭২টি প্রবন্ধ উপস্থাপন কর হবে। এতে অংশ গ্রহণ করবেন প্রায় ৫০ জন গবেষক, শিক্ষকসহ শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন করেন ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়াউর রহমান।

সম্মেলনে রোহিঙ্গা সমস্যা কেন্দ্রিক ভূ-রাজনীতি, রোহিঙ্গা জাতির ঐতিহাসিক প্রেক্ষিত, নৃ-গোষ্ঠীর মানুষের ওপর নির্যাতন বাংলাদেশের প্রেক্ষাপটে নিরাপত্তাজনিত সমস্যা, পরিবেশ-প্রকৃতির ওপর প্রভাব, নারী ও শিশু বিষয়ক সমস্যা, রোহিঙ্গা সংকট সমাধানে গণমাধ্যমের ভূমিকা, অপরাধ ও রোহিঙ্গা সমস্যাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানান।

সম্মেলন উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হক।

অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন, অধ্যাপক ড. আবুল বারকাত, অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, আসিফ মুনীর এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ পাপা কিসমা সিলা।

সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, নেপাল ও ব্রুনেইয়ের প্রতিনিধিরা অংশ গ্রহণ করবেন।