ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


ডিমের নতুন দাম নির্ধারণ


১৫ অক্টোবর ২০২৪ ১৬:১৪

ফাইল ফটো

সারাদেশে উৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ে মুরগির ডিমের নতুন দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। বুধবার থেকে এ দাম কার্যকর হবে।

 

মঙ্গলবার ডিম উৎপাদক এবং সরবরাহকারীদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।

 

তিনি বলেন, বুধবার থেকে উৎপাদক পর্যায়ে প্রতি পিস ডিম ১০ টাকা ৯১ পয়সা, পাইকারিতে ১১ টাকা ১ পয়সা ও খুচরা পর্যায়ে ১১ টাকা ৮৭ পয়সায় বিক্রির সিদ্ধান্ত হয়েছে। তবে ভোক্তা পর্যায়ে প্রতি ডজন ডিমের দাম হবে ১৪২ টাকা ৪৪ পয়সা।

 

এদিকে ডিমের নির্ধারিত দাম বাস্তবায়ন করতে বাজারে নিয়মিত অভিযান চালাচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। এ কারণে ডিম বিক্রি বন্ধ করে দিয়েছেন রাজধানীর তেজগাঁও আড়তের ব্যবসায়ীরা।

 

অভিযানে ডিমের দাম তেমন একটা কমেনি, বরং সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে।

 

রাজধানীর কয়েকটি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, ফার্মের মুরগির লাল ও সাদা ডিম ডজনপ্রতি ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া পাড়া-মহল্লায় ডিমের দাম ডজনপ্রতি ১৯০ টাকা পর্যন্ত উঠেছে।