ঢাকা বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


ঈদে আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে ৫ দিন


২২ জুন ২০২৩ ২৩:৫২

ঈদ-উল-আজহা উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠান মোট ৫ দিন বন্ধ থাকবে। এর মধ্যে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এক দিন সাধারণ ছুটিসহ ঈদের ছুটি ৪ দিন এবং খোলার দিন শনিবার সাপ্তাহিক ছুটি এবং ওই দিন ব্যাংক হলিডে। ফলে ঈদে মোট ৫ দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (২২ জুন) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশের সকল আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৭ জুন (মঙ্গলবার) সাধারণ ছুটি ঘোষণা করায় পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে আগামী ২৭, ২৮, ২৯ ও ৩০ জুন (মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) ৪ দিন দেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া খোলার দিন শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ওই দিনসহ আর্থিক প্রতিষ্ঠান মোট ৫ দিন বন্ধ থাকবে।

আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮ (ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।