ঢাকা শুক্রবার, ৩১শে অক্টোবর ২০২৫, ১৭ই কার্তিক ১৪৩২

কিশোরীকে একা বাসায় পেয়ে ধর্ষণ


১৮ জুন ২০১৯ ০০:৪৫

সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে ধর্ষণের শিকার ওই কিশোরীর পরিবার আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করলে ধর্ষক তুষারকে (২৭) গ্রেফতার করে পুলিশ।

রোববার রাতে আশুলিয়া কাঠগড়ায় এ ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেফতার তুষার নরসিংদী জেলার জেলাব থানার ওয়ারী এলাকার মুক্তার খার ছেলে। ধর্ষক তুষার কাঠগড়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকে।

ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বদরুজ্জামান জানান, গতকাল রাতে ওই কিশোরী বাসায় একা ছিল। এ সময় তুষার বাড়ির দরজা খোলা পেয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে আমরা ধর্ষণের সত্যতা পেয়েছি। থানায় মামলা করা হয়েছে। মামলায় অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।

ধর্ষণের শিকার ওই কিশোরী বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।


নতুনসময়/এনএইচ