পটুয়াখালীতে মাদক ব্যবসায়ী পলাতক আসামী গ্রেফতার

পটুয়াখালী জৈনকাঠীতে পুলিশের অভিযানে মাদক মামলায় ১ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম গ্রেফতার।
জানাগেছে,গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর থানার এস.আই.হানিফ ও এ.এস.আই মাছুম ০২ জুন আনুমানিক রাত ১০.৩০ মিনিটের সময় জৈনকাঠী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড থেকে মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামী মোঃ রফিকুল ইসলাম হাওলাদার (৪৫) পিতাঃ মৃত শামসুল হক হাওলাদার।
এবিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন,বিগত দিনে তার বিরুদ্ধে একটি মাদক মামলায় ১ বছর ৩ মাসের সাজা হয়েছে। এবং সে পলাতক ছিলো অবশেষে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি আসামিকে জেল হাজতে প্রেরন করা হবে।
নতুনসময়/আল-এম