তরুণীকে রাস্তা থেকে তুলে নিয়ে ২ বন্ধুর ধর্ষণ
 
                                চুয়াডাঙ্গায় এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণ করেছে দুই দুর্বৃত্ত। মঙ্গলবার সকালে জেলার দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।
এ ঘটনায় বুধবার বিকেলে দামুড়হুদা মডেল থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে আকাশ নামে এক ধর্ষককে গ্রেপ্তার করেছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার মাহবুবুর রহমান (পিপিএম, বার) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, কোন ভাবেই ধর্ষকদের ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, মঙ্গলবার সকালে উজিরপুর গ্রামের উত্তরপাড়ার নানির বাড়ি থেকে ওই তরুণী নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় একই গ্রামের ওমর আলীর ছেলে আলামিন (২৬) ও শহিদ মণ্ডলের ছেলে আকাশ (২৫) তরুণীর গতিরোধ করে। এরপর তাকে জোরপূর্বক ধরে নিয়ে উপর্যুপরি ধর্ষণ করে ওই দুইজন।
ঘটনার প্রত্যক্ষদর্শী রমজান আলী জানান, মাঠে কাজ করা অবস্থায় খেতের মধ্যে গোঙানির শব্দ পেয়ে আমরা কয়েকজন এগিয়ে যাই। এরপর আমাদের উপস্থিতি দেখে আলামিন ও আকাশ পালানোর চেষ্টা করে। এ সময় আকাশ পালিয়ে গেলেও আমরা আলামিনকে আটক করি। পরে আলামিনের স্বজনরা আমাদের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায়।
নির্যাতিত ওই যুবতীর মায়ের অভিযোগ, ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দিতে গ্রামের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তৎপর হয়ে ওঠে। গ্রাম্য সালিশ বৈঠকে বিষয়টি মীমাংসা করবার জন্যও নানাভাবে চাপ দেওয়া হয়। থানাতে আসতেও বাঁধা দেয় প্রভাবশালী ধর্ষকদের পরিবারের পক্ষ থেকে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস জানান, বুধবার দুপুরে ধর্ষণের বিষয়টি অবহিত হওয়ার পর অনুসন্ধানে নামে পুলিশ। অনুসন্ধানে ধর্ষণের অভিযোগের সত্যতা মেলে। খবর পেয়ে পুলিশ সুপার মাহবুবুর রহমানও ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নির্যাতিত তরুণী ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেন। দুপুরেই নির্যাতিত ওই যুবতীর মা বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মডেল থানার ইন্সপেক্টর তদন্ত গাজী শামিমুর রহমান জানান, মামলার পর তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। একই সাথে পুলিশের বেশ কয়েকটি ইউনিট ধর্ষকদের গ্রেপ্তারে অভিযান শুরু করেন।
অভিযানের এক পর্যায়ে বিকেলে চুয়াডাঙ্গা শহরের কাঠপট্রি এলাকা থেকে ধর্ষক আকাশকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিকেও গ্রেপ্তারে অভিযান পরিচালিত হচ্ছে।
নতুনসময়/আইকে

 
                 
                                                    -2019-06-05-12-27-15.jpg) 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        -2024-09-02-09-55-40.jpg) 
                                                         
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            