হাতিরঝিল ডাস্টবিন থেকে নবজাতকের লাশ উদ্ধার
 
                                রাজধানীর হাতিরঝিল উলন এলাকায় ডাস্টবিনের পাশে ময়লা ফেলার একটি তিন চাকার ভ্যানের উপর থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ মে) বিকাল সারে ৪টায় নবজাতকের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে নিয়ে আসেন।
হাতিরঝিল থানা উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম ঘটনার সতত্য নিশ্চিত করে জানান, থানায় খবর দিলে উলন রোডের ৪২ পাড়া এলাকার একটি ডাস্টবিন পাশে ময়লা সংগ্রহ করে আনা একটি ভ্যানের উপর থেকে মৃত অবস্থায় নবজাকটি উদ্ধার করা হয়।ওই নবজাতকের বয়স হবে ১দিন।

 
                 
                                                    -2019-06-05-12-27-15.jpg) 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        -2024-09-02-09-55-40.jpg) 
                                                         
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            