ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২

সতি বাবা মেয়েকে ধর্ষণ: র‌্যাবের অভিযানে গ্রেফতার


২১ মে ২০১৯ ০৬:০২

নতুনসময় ছবি

কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগে সৎ পিতাকে রূপগঞ্জের পূর্বাচল ক্যাম্পের সিপিসি-৩ এর চৌকস দল রাজধানী ভাটারার জগন্নাথপুর এলাকা থেকে গ্রেফতার করে। রবিবার গভীর রাতে মোঃ রুবেল উকিলকে (২৮) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রুবেল বরিশাল জেলার বন্দর থানার চন্ডিপুর এলাকার শাহজাহান উকিলের ছেলে।

সিপিসি-৩ এর মেজর আবদুল্লাহ-আল মেহেদী প্রেস ব্রিফিংয়ে জানান, রুবেল উকিল তার স্ত্রীর অনুপস্থিতিতে রাজধানী ঢাকার ভাটারা থানার জগন্নাথপুর এলাকার ভাড়া বাড়িতে কিশোরী কন্যাকে গত ২৪ এপ্রিল ধর্ষণ করে।

এর দু’দিন পর ২৬ এপ্রিল পুনরায় ধর্ষণ করার চেষ্টাকালে টের পেয়ে কিশোরীর মা ভাটারা থানায় মামলা দায়ের করে। এ ঘটনার পর রূপগঞ্জের পূর্বাচল ক্যাম্পের র‌্যাবের চৌকস দল অভিযান চালিয়ে রবিবার গভীর রাতে রুবেল উকিলকে গ্রেফতার করে।

নতুনসময়/আল-েএম