কুমিল্লায় টিউবওয়েলের পানিতে খুন ব্যবসায়ী

কুমিল্লার দেবিদ্বারে টিউবওয়েলের পানি নিয়ে দ্বন্দ্বের জের ধরে মো. রমিজ উদ্দিন (৪৫) নামে এক দোকানিকে হত্যার করার অভিযোগ উঠেছে। শনিবার উপজেলার শিবনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী মোসা. রোকেয়া বেগম অভিযুক্ত মনির হোসেনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহত রমিজ উদ্দিন শিবনগর গ্রামের মৃত মনছুর আলীর ছেলে। আসামি মনির হোসেন একই এলাকার মৃত আ. সাত্তারের ছেলে।
মামলার বিবরণ থেকে জানা যায়, নিহত রমিজ উদ্দিন বেড়িবাঁধের উপর নির্মিত রুসমত মার্কেটের চা ও মুদি দোকানদার। তিনি বেড়িবাঁধের ওপর একটি টিউবওয়েল স্থাপন করেন। ওই টিউবওয়েল থেকে পাশ্ববর্তী দোকানসহ পথচারীরা পানি পান করতো। শনিবার মনির হোসেনের দোকানের কর্মচারি জাকারিয়া টিউবওয়েল থেকে পানি নেওয়ার জন্য গেলে রমিজ উদ্দিনের দোকানের কর্মচারি মো. রানা টিউবওয়েলটি হেলে পড়ায় আপাতত পানি না নেওয়ার জন্য নিষেধ করেন। পরে এ বিষয়টি জাকারিয়া তার দোকান মালিক মো. মনিরকে জানালে তিনি ক্ষিপ্ত হয়ে রমিজ উদ্দিনের দোকানের কর্মচারি মো. রানাকে মারধর করেন। রানা মারধরের ঘটনা মোবাইল ফোনে দোকানের মালিক রমিজ উদ্দিনকে জানালে রমিজ উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মনির হোসেনের সাথে ঝগড়ায় লিপ্ত হয়। কথাকাটির এক পর্যায়ে মনির হোসেন রমিজ উদ্দিনকে এলোপাতারি কিল ঘুষি মারতে থাকে। পরে স্থানীয়রা উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) মো. মেসবাহ উদ্দিন জানান, নিহত রমিজ উদ্দিনের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আমরা অভিযুক্ত মনির হোসেনকে গ্রেফতারের চেষ্টা করছি।
নতুনসময়/আল-এম