ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২

সাতক্ষীরায় ব্যবসায়ীর ৪টি আঙুল কেটে নিল ছাত্রলীগ


১৯ মে ২০১৯ ০৫:১৬

নতুনসময় ছবি

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাতক্ষীরার কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী মনজুর মোরশেদ তুষারের ডান হাতের চার আঙুল কেটে নিয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাগর ও সাধারণ সম্পাদক মেহেদি হাসান নাইস ও তার সহযোগীরা। শনিবার কলারোয়া উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

আহত ছাত্রলীগ নেতা কলারোয়া উপজেলার পাটুরিয়া গ্রামের মুনসুর গাজীর ছেলে।

আহত ছাত্রলীগ নেতা মুনজুর তুষার ও তার স্ত্রী নাছরিন জানান, কলারোয়া উপজেলা পাটুরিয়া গ্রামের কাজির হাট এলাকায় ৩৪ শতক জমি নিয়ে তার চাচার সাথে বিরোধ চলছিল জনৈক মন্টুদের সাথে।

আজ শনিবার সকাল ১০টার দিকে ওই জমিতে মাপযোগ করে রাখা সীমানার খুঁটি তুলে দেন ছাত্রলীগের সভাপতি শেখ সাগর ও সাধারণ সম্পাদক মেহেদি হাসান নাইসের নেতৃত্বে মন্টু, পলাশ, জুয়েল,

নুরুল কবির বাবুসহ কয়েকজন নেতা-কর্মী। এ খবর শুনে সাবেক ছাত্রলীগ নেতা মুনজুর তুষার ফোন করে সভাপতি, সাধারণ সম্পাদকের নিকট জানতে চাই কেন তাদের জমির সীমানা খুঁটি তুলে ফেলা হয়েছে। এরপর ছাত্রলীগ সভাপতি সাগর  ও সাধারণ সম্পাদক মেহেদি হাসান নাইস তার ওই সব সহযোগীদের নিয়ে কলারোয়া বাস স্ট্যান্ডে অবস্থিত মুনজুর মোরশেদ তুষারকে তার তুষার ইলেকট্রনিক্স দোকান থেকে ডেকে বাইরে নিয়ে এসে লাঠি দিয়ে বেদম পিটিয়ে আহত করে।

এক পর্যায়ে তুষারকে বেলা সাড়ে ১২টার দিকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে সেখানে উপস্থিতি হয়ে সভাপতি সাগর ও সাধারণ সম্পাদক নাইস ও তার সহযোগী নুরুল কবির বাবু, মিন্টু, রিজু আবারও মারপিট করতে থাকে। এরই এক পর্যায়ে হাতে থাকা রাম দা দিয়ে নুরুল কবির বাবু আহত তুষারের মাথায় কোপ মারলে সে তার ডান হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করে। এতে তুষারের বৃদ্ধা আঙুলের নিচ থেকে হাতের ৪টা আঙুলসহ বাকী অংশ কেটে পড়ে। এ সময় তারা স্থান ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় তুষারকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানে তার অবস্থার অবনতি হলে সাতক্ষীরা সিবি হাসপাতালে নেওয়া হয়। 

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আহত তুষারের চাচা আবু সিদ্দিক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ রিপোর্ট লেখার সময় আহত তুষারকে চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকায় নেওয়া হচ্ছিলো।