২২ ঘণ্টা পর ময়মনসিংহে গ্যাস সরবরাহ চালু

টানা ২২ ঘণ্টা বন্ধ থাকার পর ময়মনসিংহে তিতাসের গ্যাস সরবরাহ চালু হয়েছে। এতে দীর্ঘ সময় দুর্ভোগে থাকার পর স্বস্তি ফিরেছে গ্রাহকদের মাঝে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন ময়মনসিংহের ডিজিএম অপারেশন নজিবুল হক জানান, মঙ্গলবার রাত সাড়ে আটায় ভালুকা থেকে গ্যাস লাইন চালু করা হয়। এই গ্যাসের চাপ কম তাই ময়মনসিংহ নগরীতে গ্রাহক পর্যায়ে স্বাভাবিক হতে আরো প্রায় দুই ঘন্টা সময় লাগতে পারে বলে তিনি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের নারায়ণপুর গ্রামে মিনিস্টার হাইটেক পার্কের পাশে ডিফেং ইকোনমিক জোন নামে একটি চীনা কোম্পানির পাইলিং কাজ করতে গিয়ে তিতাস গ্যাস সঞ্চালন পাইপ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় লিকেজ সৃষ্টি হয়। এরপর থেকে মঙ্গলবার দিনভর ময়মনসিংহ ও নেত্রকোণা জেলায় গ্যাস সরবরাহ বন্ধ থাকে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন ময়মনসিংহ ও নেত্রকোণা জেলার লক্ষাধিক গ্রাহক। বাসাবাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ময়মনসিংহ নগরীর বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে ভিড় করেন মানুষ।