ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২

খিলগাঁওয়ে নারী অপহরন চেস্টার আসামি গ্রেফতার


১৮ জুন ২০২৩ ০১:৫৮

সংগৃহিত

রাজধানীর খিলগাঁওয়ে নারীকে অপহরন চেস্টার মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে তাকে থানার আরামবাগের একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার করা হয়।

খিলগাঁও থানার ওসি মনির হোসেন মোল্লা গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ফেরদৌসের সঙ্গে তার স্ত্রী শাহনাজ পারভিনের সঙ্গে গত প্রায় দুই মাস পূর্বে বিবাহ বিচ্ছেদ ঘটে। পূর্বে থাকা টাকা পয়সা নিয়ে পারিবারিক বিরোধের কারণে এ বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর ফেরদৌস নানা সময়ে ওই পরিবারকে বিভিন্ন হুমকি দিতে থাকে। এ কারণে তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি জিডিও করা হয়। গত ১২ জুন ফেরদৌস শাহনাজ পারভিনের ভাইয়ের স্ত্রী মামলার বাদি পলি প্রভার সি ব্লকের ৩/৪ নম্বরের বাসায় গিয়ে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণের চেষ্টা করে। এ সময় সে বাধা দিলে তাকে মারপিটও করে। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়।

পরবর্তীতে পলি প্রভা মুগদা হাসপাতালে চিকিৎসা নিয়ে গত শুক্রবার তার বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে থানা পুলিশ গতকাল শনিবার সকালে গ্রেফতার করে জের হাজতে প্রেরন করে।

মামলার বাদি পলি প্রভা জানান, ফেরদৌস একজন সন্ত্রসী টাইপের লোক। তার স্ত্রী আমার ননদের ওপর টাকা পয়সার জন্য নির্মম নির্যাতন করতো। এ কারণে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপরও সে টাকার জন্য আমাদের ওপর হুমকি ধামকি এমনকি আমাকে অপহরণের চেষ্টা করেছে।

তিনি বলেন, সে সিঙ্গাপুরে যাতায়াত করে। সে একজন অবৈধ হুন্ডির কারবারী। সমাজের নামিদামী লোকজনের সঙ্গে ছবি তুলে সে ফেসবুকে প্রচারনা চালায়। তাদের নাম ভাঙ্গিয়ে হুমকি ধামকিও দেয়।

তিনি আরও বলেন, পুলিশ তাকে গ্রেফতার করেছে। আমরা তার কঠোর শাস্তি দাবি করছি।

এদিকে খিলগাঁও থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মনির হোসেন মোল্লা বলেন, আমরা গত শুক্রবার এ ধরনের অভিযোগ পাওয়ার পরপরই রেকর্ড করি। এরপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চালাতে থাকি। অবশেষে শনিবার তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। আমরা তার তিন দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠিয়েছি।