ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২

গুলশানে অবৈধ স্পা ব্যবসায়ী সুলতানার দাপট


১৮ জুন ২০২৩ ০০:১১

সংগৃহিত

রাজধানীর গুলশান ডিপ্লোমেটিক জোনে বেড়েই চলেছে ম্যাসেজ পার্লারের আড়ালে অবৈধ দেহ ব্যবসায়ীদের দৌরাত্ম। গুলশানের মতো একটি অভিজাত এলাকায় রাতের আধার নামার সাথে সাথেই পাল্টে যায় তার রুপ। এসব থেকে বাদ পড়েন না সমাজের উঠতি বয়ষের নামি দামি পরিবারের সন্তানেরাও। এর মারাত্মক প্রভাব পড়ছে সমাজের বিভিন্ন পর্যায়ে। প্রসাশনের বিভিন্ন পর্যায়ের পদক্ষেপ থাকলেও এসকল অবৈধ ব্যবসায়ীদের নির্মুল করা সম্ভব হচ্ছে না। এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলেও আইনের ফাঁক ফোকর দিয়ে বেড়িয়ে এসে এরা পুনরায় একই কাজের সাথে লিপ্ত হচ্ছে।

জানা যায়, গুলশানের ১৩১ নং সড়কের খুশবু রেষ্টুরেন্টের ৪র্থ তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বেশ দাপটের সাথে সুলতানা ওরফে সুমনা নামের এক মহিলা অবৈধ দেহ ব্যবসা চালিয়ে আসছেন বলে অভিযোগ উঠেছে এবং এ ব্যবসার পাশাপাশি কাস্টমারদের আকৃষ্ট করার জন্য রেখেছেন স্কর্ট সার্ভিসের সু-ব্যবস্থা। সম্প্রত্তি গুলশান থানা পুলিশের কঠোর নজরদারী থাকা সত্ত্বেও বিকল্প পন্থায় রমরমা স্পা প্রতিষ্ঠানের আড়ালে দেহ বাণিজ্যসহ নানা অপকর্ম চালিয়ে আসছে সুলতানা ওরফে সুমনা। প্রতিষ্ঠানটির ব্যববস্থাপনায় রয়েছে নাহিদ নামের এক কর্মকর্তা তার ঘনিষ্ট সহযোগী।

সুলতানার সঙ্গে যোগাযোগ করে তার প্রতিষ্ঠানের অবৈধ কর্মকান্ডের ব্যপারে জানতে চাইলে তিনি গনমাধ্যম কর্মীকে বিভিন্ন ভাবে ভয়ভিতী ও দেখে নেওয়ার হুমকি প্রদান করেন। তিনি আরো বলেন, আমাদের প্রতিষ্ঠান চালাতে থানা পুলিশ ঠিক থাকলেই চলবে এবং প্রায় ১০ বছর ধরে এব্যবসা করে আসছি কিন্তু কাউকে গোনার সময় নেই। আমরা চাইলে থানা পুলিশের সহযোগীতা নিয়ে আপনাদের অনেক কিছু করতে পারি। তার অন্যতম কারন আমরা প্রতিমাসে তাদের সাথে সমন্নয় করে আসছি। তাই আমাদের পক্ষেই কাজ করবে বলে এসব মন্তব্য করেন সুলতানাসহ আরো বেশ কয়েকজন স্পা ব্যবসায়ী।


এদিকে বেশ কিছুদিন আগে একটি ভূঁইফোর সাংবাদিক সিন্ডিকেট দিয়ে স্পা ব্যবসায়ীরা মূল ধারার সাংবাকিদের হয়রানী করার চেষ্টা করেন। এমনকি গুলশান থানায় একটি ভিক্তিহীন অভিযোগ করেন কিন্তু তার কোন সত্যতা নেই বলে জানা গেছে এবং অভিযোগকারীর কি এমন ব্যবসা সেটি আগে জানা দরকার। কিন্তু সূত্রমতে জানতে পারা যায় তিনি এক অবৈধ স্পায় নারী দালাল চক্রের সহকর্মী হিসেবে কাজ করছেন। তিনি সুন্দরী নারীদের খদ্দের যোগানদাতা। তবে সুযোগটি কাজে লাগিয়ে আরো বেপরোয়া হয়ে উঠছে স্পা সিন্ডিকেট। সুলতানা ওরফে সুমনার বিরুদ্ধে গুলশান থানা থানায় একাধিক মানব পাচার দমন আইনে মামলাও রয়েছে।

এবিষয়ে কথা হয় গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) তিনি বলেন, আমরা প্রতিনিয়তই এসকল অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি। এরা যাতে কোন ধরনের অশ্লিলতা বাণিজ্য না করতে পারে সেবিষয়ে আমরা কঠোর পদক্ষেপ নিয়েছি।