উত্তরা পাসপোর্ট অফিস এলাকায় ৭ দালালের বিভিন্ন মেয়াদে কারাদন্ড

র্যাব-১ এর ভ্রাম্যমাণ অভিযানে রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় ৭ জন দালাল চক্রের সক্রিয় সদস্যকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড এবং ১ জনকে অর্থদন্ড প্রদান করেছে।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল ৫ টা পর্যন্ত ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এ সময় র্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত কর্তৃক অবৈধ পন্থা অবলম্বনের দায়ে ভ্রাম্যমান আদালত দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক “এম আর কম্পিউটার” এর স্বত্বাধিকারী মোঃ মাসুদ রানা (৩৯)’কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড, মোঃ মোস্তাফিজুর রহমান’কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড, মোঃ আমান উল্লাহ’কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড, ফারুক আহমেদ’কে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড, কে এম মহিউদ্দিন মিন্টু’কে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড, মোঃ কামরুল ইসলাম’কে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড, রেজাউল করিম’কে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং হারুন অর রশিদ’কে ২০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় ধৃত আসামীদের নিকট হতে ১৬ টি পাসপোর্ট এবং ১৮ টি ডেলিভারি স্লিপ জব্দ করা হয়।