ডিবি পরিচয়ে ২০০ ভরি স্বর্ণ ও ৪০০ ভরি রুপা ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১২

ডিবি পুলিশ পরিচয়ে ২শ ভরি স্বর্ণ ও ৪শ’ ভরি রুপা ডাকাতির ঘটনার মাস্টারমাইন্ড টাকলা সাইফুলসহ চক্রের ১২ জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশ।
টানা সাতদিন রাজধানী ও আশপাশের জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৯ মে) দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন ঢাকা জেলা পুলিশ সুপার।
এর আগে গত ৩০ এপ্রিল ঢাকার নবাবগঞ্জ পোস্ট অফিসের সামনে সাদা রঙের একটি মাইক্রোবাস থেকে নেমে ডিবি পুলিশের পরিচয় দিয়ে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী কৃষ্ণ সাহাকে তুলে নেয়া হয়। পরে মানিকগঞ্জের সিংগাইরে একটি নির্জন স্থানে নিয়ে তাকে মারধর করা হয়। এ সময় তার কাছে থাকা ২শ’ ভরি স্বর্ণ ও ৪শ’ ভরি রুপা নিয়ে নেয় ডাকাতরা। পরে এমন অভিযোগ পেয়ে অভিযানে নামে জেলা পুলিশ। এ ঘটনার ৭ দিনের মধ্যে সিসি ক্যামেরার ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাত চক্রের হোতা মোক্তারসহ ১২ জনকে গ্রেফতার করা হয়।