ছাত্রীর শ্লীলতাহানি, প্রাইভেট শিক্ষক গ্রেফতার
 
                                ঝিনাইদহ সদরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে সমিত ঘোষ নামে এক প্রাইভেট শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৬ জুন) দুপুরে সদর উপজেলার নগরবাথান গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সমিত নগরবাথান ঘোষপাড়ার দুলাল ঘোষের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, সমিত ঘোষ উপজেলার রসুলপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে প্রাইভেট পড়াতেন। সকালে নগরবাথান মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী তার কাছে প্রাইভেট পড়তে গেলে অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে তাকে শ্লীলতাহানি করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সমিত ঘোষকে আটক করে পুলিশে দেয়।
এ ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পরে ওই মামলায় সমিতকে গ্রেফতার দেখানো হয়।
নতুনসময়/এমএন

 
                 
                                                    -2019-06-05-12-27-15.jpg) 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        -2024-09-02-09-55-40.jpg) 
                                                         
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            