ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


নোয়াখালী সরকারি হাসপাতালের ছাদ ধসে আহত-১০


১২ জুন ২০১৯ ২১:৩৮

নতুনসময় ছবি

নোয়াখালীর মাইজদীতে সরকারি হাসপাতালের শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তারা ধসে শিশুসহ ১০ জন আহত হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।আজ বুধবার সকালের দিকে মাইজদীর নোয়াখালী জেনারেল হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খলিলুল্লাহ বলেন, আজ সকালের দিকে অকস্মাৎ হাসপাতালের শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তারা ধসে পড়ে। এতে আহত হন ১০ জন। আহতদের মধ্যে বেশিরভাগই শিশু। আহতদের এরই মধ্যে অন্যত্র সরিয়ে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানান খলিলুল্লাহ।

হাসপাতাল সূত্রে জানা যায়, এর আগে গত বছরের জুলাই মাসে হাসপাতালের দ্বিতীয় তলায় একই ধরনের আরেকটি ঘটনায় সিনিয়র নার্স স্বপ্না মজুমদার ও শিক্ষানবিশ নার্স রানী আক্তার আহত হন। প্রায় তিন বছর আগে গণপূর্ত বিভাগ হাসপাতালটির শিশু ওয়ার্ডসহ বেশ কয়েকটি ওয়ার্ডকে পরিত্যক্ত ঘোষণা করে বলেও জানা যায়।

এদিকে, আজ ছাদের পলেস্তারা ধসের ঘটনায় বড় কোনো দুর্ঘটনার আশঙ্কায় অনেক রোগীকেই হাসপাতাল ছেড়ে চলে যেতে দেখা যায়। বর্তমানে হাসপাতালটির অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বলে জানান রোগীরা।’

নতুনসময়/আল-এম