ঢাকা শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১


ফেমবোসা’তে পাকিস্তান-মালদ্বীপের কমিশনারের পরিবর্তে রাষ্ট্রদূত


৫ সেপ্টেম্বর ২০১৮ ০৬:২৮

দ্বিতীয়বারের মতো ঢাকায় সার্কভূক্ত ৮ দেশের প্রধান নির্বাচন কমিশনারদের সংগঠন দ্য ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিজ অব সাউথ এশিয়ার (ফেমবোসা) সম্মেলনে পাকিস্তান ও মালদ্বীপের প্রধান নির্বাচন কমিশনারেরা অংশ নিচ্ছেন না।

আগামীকাল ৫ সেপ্টেম্বর (বুধবার) সকালে এ সম্মেলনের উদ্বোধন হবে। ইতোমধ্যে পাকিস্তান ও মালদ্বীপ ছাড়া অন্য পাঁচটি দেশের নির্বাচন কমিশনের প্রতিনিধিরা ঢাকায় পৌঁছেছেন। আর পাকিস্তান ও মালদ্বীপের নির্বাচন কমিশনাররা এবারের সম্মেলনে যোগ দিচ্ছেন না।

সম্মেলনের দায়িত্বে থাকা বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) মানব সম্পদ উন্নয়ন কল্যান বিভাগের উপ-সচিব মো. আব্দুল হালিম খান জানান, এ সম্মেলনে মালদ্বীপ ও পাকিস্তানের রাষ্ট্রদূতরা অংশ নিবেন। তারা আজকের নৈশভোজে অংশ নিয়েছে।

বিষয়টি ব্যাখ্যা করে হালিম খান জানান, পাকিস্তানের যে প্রতিনিধিকে আসার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল, সেখানে একটি উপ-নির্বাচন পড়ে যাওয়ার কারণে তিনি আসতে পারেননি।

আর মালদ্বীপে কয়েকদিন পরে সাধারণ নির্বাচন আছে, সেজন্য আসতে পারেননি। এই দুই দেশেরই প্রতিনিধি হিসেবে সম্মেলনে তাদের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতরা উপস্থিত থাকবেন।

ইসি সূত্রে জানা যায়, পাকিস্তান নির্বাচন কমিশনের প্রাদেশিক নির্বাচন কমিশনার জাফর ইকবাল হোসেনের সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল। তবে মালদ্বীপের সুর্নিদিষ্ট কোনো প্রতিনিধির নাম উল্লেখ ছিল না।

কমিশনের জনসংযোগ বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) এস এম আসাদুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আগামী ৫-৬ সেপ্টেম্বর ফেমবোসা’র নবম সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

সম্মেলনে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ নির্বাচন কমিশন থেকে মোট ২১ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। এ ছাড়া স্বাগতিক বাংলাদেশের নির্বাচন কমিশনও অংশ নেবে।

বাংলাদেশের উদ্যোগে ২০১০ সালে ফেমবোসা যাত্রা শুরু করে। পর্যায়ক্রমে ২০১১ সালে পাকিস্তান, ২০১২ সালে ভারত, ২০১৩ সালে ভুটান, ২০১৪ সালে নেপাল, ২০১৫ সালে শ্রীলংকা, ২০১৬ সালে মালদ্বীপ ও ২০১৭ সালে আফগানিস্তানে সংস্থাটির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দেশের নামের ক্রমানুসারে ২০১৮ সালে বাংলাদেশে নবম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

আইএমটি