ঢাকা মঙ্গলবার, ৪ঠা নভেম্বর ২০২৫, ২১শে কার্তিক ১৪৩২


দিনাজপুরে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত


৩১ মার্চ ২০২৪ ১৫:২০

সংগৃহীত

দিনাজপুরের বিরামপুর উপজেলায় কাঠবোঝাই করা একটি ট্রাকের ধাক্কায় বিপুল হোসেন নামে বাইসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

রোববার (৩১ মার্চ) দুপুরে উপজেলার কলাবাগান পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত বিপুল উপজেলার হঠাৎপাড়ার হালিম হোসেনের ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার (ওসি) সরকার তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, দুপুরে বাই সাইকেল নিয়ে বাড়ী ফিরছিলেন বিপুল। পথিমধ্যে কলাবাগান এলাকায় পিছন দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বিপুলের মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক হেলপার পালিয়ে গেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নতুনসময়/এএম


দিনাজপুর, বিরামপুর, ট্রাক, ধাক্কা, বাইসাইকেল, চালক, মৃত্যু