ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


বিলীনের পথে ডাকঘরের অস্তিত্ব


১০ অক্টোবর ২০১৮ ০৪:৫৬

ফাইল ছবি

আজ বিশ্ব ডাকদিবস। নেত্রকোনায় নেই কোন কার্যক্রম তথ্যপ্রযুক্তির এইযুগে ডাকঘরগুলো কতটা উপযোগী? এমন প্রশ্নের উত্তরে নেত্রকোনা সরকারি কলেজের অনার্স পড়ুয়া রাজিব সরকার জানান, ডাকঘর শব্দটা এখন শুধু চাকরিতে আবেদন করার সময়ই মনে হয়। তথ্যপ্রযুক্তির কল্যাণে ডাকঘরের অস্তিত্ব বিলীনের পথে। ষাটোর্ধ্ব অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আব্দুর রশীদ জানান, আমাদের সময়ে ডাকঘর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। চিঠি আদানপ্রদান অনেক বেশী গুরুত্ব বহন করতো, এখন তেমনটা নেই। তবে পেনশনের টাকা পাই ডাকঘরের মাধ্যমেই।

প্রাচীনকালে কবুতর বা দূতের মাধ্যমে চিঠি আদান-প্রদান করা হতো। শেরশাহ (শাসনামল ১৫৩৮-১৫৪৫) ঘোড়ার ডাকের প্রচলন করেন। তিনি এক হাজার ৭০০টি ডাকঘর নির্মাণ এবং ঘোড়াসহ প্রায় তিন হাজার ৪০০ বার্তাবাহক নিযুক্ত করেন। এশিয়াটিক সোসাইটি প্রকাশিত বাংলাপিডিয়ার তথ্য মতে, বর্তমানে দেশে ডাকঘরের সংখ্যা ৯ হাজার ৮৮৬টি। প্রতি ১৩ হাজার নাগরিকের জন্য একটি ডাকঘর।

১৯৬৯ সালে জাপানের টোকিও শহরে অনুষ্ঠিত বিশ্ব ডাক সংস্থার সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের সদস্য, শ্রী আনন্দ মোহন কর্তৃক এই প্রস্তাব পেশ করা হয়, এবং ৯ অক্টোবরকে বিশ্ব ডাক দিবস হিসেবে প্রথম ঘোষণা করা হয়। সেই থেকে ডাক সেবার গুরুত্বের উপর আলোকপাত করে সারা বিশ্বে এই দিবস পালন করা হয়। এরই ধারাবাহিকতায় ১৮৭৪ সালের এই দিনে সুইজারল্যান্ডের বের্ন শহরে বিশ্ব ডাক সংস্থার (ইউপিইউ) প্রতিষ্ঠা বার্ষিকীকে স্মরণ করে প্ৰতি বছর ৯ অক্টোবর গোটা বিশ্বজুড়ে পালন করা হয়।

বিশ্ব ডাক সংস্থা চিঠি লিখে তথ্য আদান-প্রদান এবং যোগাযোগের মাধ্যমে ডাক বিভাগে বৈশ্বিক বিপ্লবের সূচনা করে। ডাক সেবার প্রচার এবং প্রসার এই সংস্থার মূল উদ্দেশ্য। মঙ্গলবার (৯অক্টোবর) বিশ্ব ডাকদিবসে নেত্রকোনা ডাকঘরে চিঠি পোস্ট করতে আসা আসাদ রহমান জানান, আজ বিশ্ব ডাক দিবস হলেও পোস্ট অফিসে এসে এর কোন প্রতিফলন দেখতে পাইনি। আপনাদের কথায় জানলাম যে আজ বিশ্ব ডাক দিবস। তারা দুইচারটা লিফলেট টানালেও পারতো।

নেত্রকোনা জেলা শহরের উকিলপাড়াস্থ ডাকঘরের সহ. পোস্ট মাস্টার জেনারেল শিক্ষানবিস তাহমিনা মমতাজ জানান, বিশ্ব ডাক দিবসে জেলা পর্যায়ে নেই কোন কার্যক্রম নেই, আছে বিভাগীয় অফিসে। তবে আমাদের কর্মকর্তা- কর্মচারীদের সাথে আজ মতবিনিময় করব। নেত্রকোনায় ১৬ টি উপজেলা ও সাব- পোস্ট অফিস রয়েছে। ডাকবিভাগের ইএমটিএস, জিইপি সার্ভিসগুলো যথেষ্ঠ গ্রাহকবান্ধব।

এমএ