অসুস্থ সাংবাদিককে দেখতে হাসপাতালে ধামরাই থানার ওসি

ঢাকার ধামরাইয়ে অসুস্থ হয়ে চিকিৎসাধীন বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা টিভির ধামরাই প্রতিনিধি হুমায়ূন রশীদকে দেখতে ও শারীরিক খোঁজখবর নিতে হাসপাতালে যান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার পৌর শহরের সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওই সাংবাদিককে দেখতে যান তিনি।
চিকিৎসাধীন সাংবাদিক হুমায়ূন রশীদ বাংলা টিভির ধামরাই প্রতিনিধি। এছাড়া তিনি ধামরাই রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
এসময় তার জন্য বিভিন্ন পদের ফল নিয়ে যান পুলিশের এই কর্মকর্তা।
অসুস্থ সাংবাদিকের সুস্থতা কামনা করে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন হিসেবে কাজ করেন। প্রশাসনের কাজে অনেকভাবে সহায়তা করেন তারা। আমাদের সঙ্গে সংবাদকর্মীদের হৃদ্যতার সম্পর্কও তাই নিগূঢ়।
তিনি বলেন, 'অসুস্থতার খবর পেয়েই আমি সাংবাদিক হুমায়ূন রশীদকে দেখতে আসি। ভবিষ্যতেও তার যেকোন প্রয়োজনে আমরা সর্বাত্মকভাবে তার পাশে থাকবো।
এ সময় ধামরাই থানার ওসি (তদন্ত) ওয়াহিদ পারভেজ, ওসি (অপারেশন) নির্মল কুমার দাস, ধামরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিস উর রহমান স্বপন, ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান হোসেন, সম্পাদক এসএম সবুজসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।