ভৈরবে মেয়েদের কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শুরু

মেয়েদের আত্মপ্রত্যয়ী ও সাহসী করে গড়ে তোলার লক্ষ্যে ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধ কল্পে ভৈরবের রফিকুল ইসলাম মহিলা কলেজে শুরু হয়েছে মেয়েদের সপ্তাহব্যাপী কারাতে প্রশিক্ষণ। জাপান-ভারত কারাতের ছয়জন প্রশিক্ষক ক্যাম্পে কলেজের বিভিন্ন শিক্ষাবর্ষের ৭৫০ শিক্ষার্থীকে কারাতে প্রশিক্ষণ দিচ্ছেন।
রবিবার (৯ মার্চ) বিকালে কলেজ চত্বরে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন কলেজের প্রাক্তন শিক্ষার্থী বাংলাদেশ নৌবাহিনীর লে. কমান্ডার ফাতেমা জেনী। পরমুখাপেক্ষিতা ছেড়ে নিজের পায়ে দাঁড়াতে কঠোর শ্রম আর সাধনায় নিজেদের যোগ্য করে তুলতে নারীদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, রাষ্ট্র ও সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীকে তার নিজের আসন পাকাপোক্ত করতে হবে। সেজন্য সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। মেয়ে মানুষ নয়, প্রকৃত মানুষের মতো মানুষ হতে হবে। শক্তি-সামর্থ্যে যোগ্যতা অর্জন করতে হবে। অর্জন করতে হবে প্রতিরোধের ক্ষমতা। প্রতিরোধ সক্ষমতায় কারাতে প্রশিক্ষণকে তিনি অত্যন্ত ইতিবাচক বলে মন্তব্য করেন।
কলেজ অধ্যক্ষ শরীফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন। তিনি বলেন, সামাজিক কুসংস্কার ও ধর্মীয় ভেদাভেদের সকল বেড়াজাল ছিঁড়ে নারীকে এগিয়ে যেতে হবে। এজন্য চাই সুশিক্ষিত হওয়া।
`নারীর ওপর নির্যাতন, নারীকে পিছনে ফেলে রাখার সকল বাঁধা প্রতিরোধে প্রাথমিক ভূমিকা নারীকেই নিতে হবে। মনে রাখতে হবে, অন্যায়কারী যতো বড় শক্তিশালীই হোক না কেনো, প্রতিরোধ গড়ে তুললে সে পালাবেই।‘ অন্যায়কে প্রতিরোধে এমন প্রশিক্ষণকে তিনি খুবই ফলপ্রসূ বলে মূল্যায়ন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম ও জাপান-ভারত কারাতে প্রশিক্ষণ ক্যাম্পের প্রধান প্রশিক্ষক পরখ কুমার মিশ্র।
এআর