ভারতের সঙ্গে যুদ্ধবিরতি চলবে কতদিন, জানাল পাকিস্তান

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার নিশ্চিত করেছেন, পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও ভারতের মধ্যে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। সূত্র : জিও নিউজ।
বৃহস্পতিবার (১৫ মে) সিনেটে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, বুধবার (১৪ মে) উভয় পক্ষের সামরিক অভিযানের মহাপরিচালকদের (ডিজিএমও) মধ্যে হটলাইনে যোগাযোগের সময় এই অগ্রগতি হয়েছে।
পরমাণু শক্তিধর এই দুই দেশের মধ্যে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি শুরুর পর পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক (ডিজিএমও) মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ এবং ভারতের লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই গত ১০ মে হটলাইনের মাধ্যমে প্রথম দফা আলোচনা করেন।
ইসহাক দার বলেন, ডিজিএমওদের প্রথম কথোপকথনের সময় যুদ্ধবিরতি ১২ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। পরে ১২ মে ডিজিএমওরা আবার কথা বললে যুদ্ধবিরতি ১৪ মে পর্যন্ত বাড়ানো হয়। সবশেষ ১৪ মে আরও আলোচনার ফলে যুদ্ধবিরতি ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, গত ১০ মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে জানান, নয়াদিল্লি যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। তার কথায়, ১০ মে সকাল সোয়া ১০টার দিকে আমি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে একটি ফোন কল পাই, এতে তিনি আমাকে জানান যে- ভারত যুদ্ধবিরতিতে সম্মত হতে প্রস্তুত। তখন আমাদের প্রথম পর্যায়ের অভিযান শেষ হওয়ার কাছাকাছি ছিল।
ইসহাক দার বলেন, তিনি শীর্ষ মার্কিন কূটনীতিককে বলেছিলেন যে নয়াদিল্লি যদি যুদ্ধবিরতিতে রাজি থাকে, তাহলে পাকিস্তানও তা করতে প্রস্তুত। পরে মার্কিন প্রেসিডেন্ট নিজেই জানান ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।