ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক ১৪৩২


প্রত্যেকের মাস্ক পরে ঘুরে বেড়ানোর দরকার নেই: আইইডিসিআর


৯ মার্চ ২০২০ ০২:৫৮

দেশে করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত তিনজন শনাক্ত হওয়ার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ খবরের পর ফার্মেসিগুলোতে মাস্ক কিনতে জনসাধারণের ভিড় দেখা যাচ্ছে। তবে এখনই সবার মাস্ক পরার দরকার নেই বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। রবিবার (৮ মার্চ) বিকেল ৪টার দিকে আইইডিসিআর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা বলেন। আইইডিসিআর পরিচালক বলেন, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী। এদের বয়স ২০ থেকে ৩৫ বছর। তবে, তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে দুজন ইতালির দুটি শহর থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। এদের মধ্যে একজনের সংস্পর্শে আসায় পরিবারের আরেক সদস্য আক্রান্ত হয়েছেন।

তিনি আরও বলেন, ‘দুজন দেশে আসার পর তাদের উপসর্গ দেখা দেয়। আমাদের হটলাইনে ফোন দিলে আমরা তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠাই। সেখানে দুজনের টেস্টের ফলাফল পজেটিভ আসে।’ মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, তাদের সবার অবস্থাই স্থিতিশীল। তিনজনকেই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, সারা বাংলাদেশে করোনা ছড়িয়ে পড়ার মতো কোনো পরিস্থিতি হয়নি। স্কুল-কলেজ বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি হয়নি। করোনা প্রতিরোধে প্রয়োজন না হলে জনসমাগমে না যাওয়ার জন্য পরামর্শ দিয়ে সেব্রিনা ফ্লোরা বলেন, করোনা প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। প্রত্যেকের মাস্ক পড়ে ঘুরে বেড়ানোর কোনো দরকার নেই। আপাতত স্কুল-কলেজ বন্ধের সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই।