রাজধানীর বনশ্রীতে বিদুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
 
                                রাজধানীর রামপুরার বনশ্রীতে নির্মানাধীন ভবনে বিদুৎস্পৃষ্টে মন্টু (৩৮) নামে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকালে ঘটনাটি ঘটে।
সহকর্মীরা অচেতন অবস্থায় পরে থাকতে দেখে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯ টায় মৃত ঘোষনা করেন।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ীর সহকারী উপপরিদর্শক আবদুল খান বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
সহকর্মী আনোয়ার ও সেলিম বলেন, বনশ্রী ডি ব্লকের ৬ নম্বর রোডে একটি নির্মাণাধীন ৯ তলা ভবনের কাজ করতো মন্টু মিয়া। এবং ঐ ভবনের নিচতলায় থাকতো শ্রমিকরা। ৬ষ্ঠ তলায় কাজ শেষে সবাই চলে আসলেও মন্টু নিচে আসেনি। পরে এক শ্রমিক উপরে উঠতে গিয়ে ৩য় তলার সিঁড়িতে অচেতন অবস্থায় পরে থাকতে দেখে। পরে সকলেই সংবাদ পায়। এবং উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। 
ঐ ভবন কনেট্রাকশন কোম্পানির কেয়ারটেকার আবু সিদ্দিক জানান, মন্টু মিয়া বিকালের পর যে কোন সময় বিদুৎস্পৃষ্ট হয়েছে। কারন তার হাতে পোড়া চিহ্ন রয়েছে। তিনি বলেন,ঐ ভবনে সিড়ির ফাকা দিয়ে বিদ্যুৎএর তার উপর থেকে নিচের দিকে ঝুলানো ছিল। হয়তো নামার সময় ঐ তারে কোন ভাবে হাতে স্পর্শ হয়, আর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পরে থাকে।
লালমনিরহাট কাজীবাড়ী মৃত শওকত আলীর ছেলে মন্টু। তিনি গত মাসে ঐ ভবনে নির্মাণ কাজে আসেন। সে রডের কাজ করতো।

 
                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        -2024-09-02-09-55-40.jpg) 
                                                         
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            