ঢাকা শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


এরশাদের ফের হুঙ্কার, শোনালেন নতুন মেরুকরণের কথা


২০ অক্টোবর ২০১৮ ২১:৫৯

ফাইল ফটো

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মুহাম্মদ এরশাদ বলেছেন, ‘দেশের স্বার্থে নতুন মেরুকরণ হতে পারে। আমরা নতুন করে ১৮ দফা কর্মসূচি গ্রহণ করেছি। এটাই হলো মুক্তির পথ, জাতির মুক্তির পথ। জাতীয় পার্টির মুক্তির পথ।’

শনিবার (১৫ অক্টোবর) দুপুর ১২ টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত জাতীয় জোটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

এরশাদ তাঁর বক্তব্যে বলেন, ‘সংসদে নির্বাচনের জন্যে আমরা প্রস্তুত। সংসদে আমরা যাঁরা আছি তাঁদের নিয়ে সকল দলের সমন্নয়ে নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। আমরা জোটগতভাবে তিনশ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি নিয়েছি। জাতীয় পার্টি সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়।’

১৮ দফা কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা প্রাদেশিক সরকার করতে চাই। প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করতে চাই। নির্বাচন পদ্ধতি পরিবর্তন করতে চাই। আমরা পূর্ণাঙ্গ উপজেলা করতে চাই। বিচার ভিভাগের স্বাধীনতা চাই। সন্ত্রাস দমন করতে চাই। সান্তি ও নিরাপত্তা চাই। শিক্ষা পদ্ধতির সংস্কার চাই। শান্তি ও সহঅবস্থানের রাজণিটির পরিবেশ চাই। শিল্প অগ্রগতি প্রতিষ্ঠা চাই।’

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মুহাম্মদ এরশাদ নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন আমরা নির্বাচন করতে প্রস্তুত আপনারা প্রস্তুত আছেন? এসময় নেতাকর্মীরাও হাত তুলে সমর্থন জানান।

সকাল ১০ টায় সমাবেশ শুরুর কথা থাকলেও ৯টা থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির নেতাকর্মী-সমর্থকরা আসতে শুরু করেন। সেসময় সোহরাওয়ার্দী উদ্যান ভরে যায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীতে।