ঢাকা শনিবার, ১১ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


বিশ্ব সুন্দরী ভেনেসা ,ঐশী ১৩ তম


৯ ডিসেম্বর ২০১৮ ২৩:৫৫

ছবি সংগৃহিত

এবার মিস ওয়ার্ল্ড-২০১৮ ’র মুকুটটি মেক্সিকোর ভেনেসা পোঞ্চের মাথায় উঠেছে।

আর রানার আপের মুকুটটি উঠল থাইল্যান্ডের নিকোলন লিমসুকানের মাথায়।

প্রথম মেক্সিকান হিসেবে এই খেতাব জিতলেন ভেনেসা। 

 

 

 

২৬ বছর বয়সী ভেনেসা ইন্টারন্যাশনাল বিজনেসে ডিগ্রি নিয়েছেন।

অভিবাসী মেয়েদের সহায়তায় পরিচালিত একটি পুনর্বাসন কেন্দ্রের পরিচালনা পর্ষদের সদস্য তিনি। মডেল ও উপস্থাপক হিসেবে কাজের পাশাপাশি ন্যাশনাল ইয়ুথ ইনস্টিটিউটেরও মুখপাত্র ভেনেসা।

 

মিস ওয়ার্ল্ড ২০১৮ হিসেবে তার নাম ঘোষণার পর উল্লসিত ভেনেসা বলেন, “আমি এটা বিশ্বাসই করতে পারছি না, আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না…

 

 

 

“আমি মনে করি, প্রতিটি মেয়েই এটার দাবিদার।তাদের সবার প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।”

এবারের এই আসরে বাংলাদেশের প্রতিযোগী জান্নাতুল ফেরদৌস ঐশী হয়েছেন ১৩তম।
ইউএনবি।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৮তম আসরের সেরা সুন্দরীদের তালিকায় এবার বাংলাদেশের হয়ে ইতিহাস গড়েন ঐশী।

প্রথমবারেরমত বিভিন্ন দেশের প্রতিযোগীদের হারিয়ে এবার ফাইনালে লড়াই করেন তিনি।

কোনো বাংলাদেশি এর আগে ফাইনালের মঞ্চে যেতে পারেননি।

এছাড়াও আয়োজক চীনের অবস্থানও বাংলাদেশের পরে।

চীনের ম্যাও পেইরঈকে থামতে হয় ১৬তম স্থানে গিয়ে।

গতকাল শনিবার চীনের সানাই শহরে বসেছিল‘মিস ওয়ার্ল্ড’প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।

আর এতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন মিস বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী।

বাংলাদেশ সময় বিকেল ৫টায় মিস ওয়ার্ল্ডের গ্র্যান্ড ফিনালে সরাসরি সম্প্রচার করে জুম টেলিভিশন।

ঐশী পিরোজপুরের মাটিভাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন।

১৮ বছর বয়সী এই সুন্দরী চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন।

এ বছর ৩০ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’খেতাব জিতে নেন ঐশী।