ঢাকা শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


ভোলায় মইনুল হোসেনের নামে মানহানি মামলা


২২ অক্টোবর ২০১৮ ২৩:৪৩

বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পঞ্চাশ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার (২১ অক্টোবর) দুপুরে ভোলা জেলা যুব মহিলা লীগের আহবায়ক ও নারী নেত্রী খাদিজা আক্তার স্বপ্না বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৬ অক্টোবর মধ্যরাতে ৭১ টেলিভিশনের নিয়মিত আয়োজন ৭১ জার্নালে রাজনৈতিক সংবাদের বিশ্লেষণ চলছিল। এ সময় মইনুলের কাছে এক প্রশ্নের জবাবে মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে উল্লেখ করায় ৫০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

বাদী খাদিজা আক্তার স্বপ্নার পক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি শোয়েব হোসেন মামুন, সিনিয়র আইনজীবী জাহাঙ্গীর আলম, নারী-শিশু পিপি গোলাম মোর্শেদ কিরণ তালুকদার, এপিপি মেজবাহুল আলম ও অ্যাডবোকেট ফিরোজ শাহ।

মামলার বাদী খাদিজা আক্তার স্বপ্না জানান, একাত্তর টেলিভিশনে ব্যারিস্টার মইনুল নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে চরিত্রহীন বলে যে গালি দিয়েছেন আমি মনে করি সমগ্র নারীদের জন্য এটা অপমানকর ব্যাপার।

এ.পি.পি. শোয়েব হোসেন মামুন জানান, আগামী ২৫ অক্টোবর মামলার পরবর্তী দিন ধার্য তারিখে কি হয়। আশা করি আমরা সুবিচার পাবো।

এসএমএন