ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


নতুন দায়িত্বে কাকা


৩১ আগস্ট ২০১৮ ১৬:৪২

ব্রাজিল ও এসি মিলানের সাবেক তারকা ফুটবলার কাকা নতুন দায়িত্ব নিতে ইতালীর দিকে। সিরি-এ লিগে নিজের সাবেক ক্লাব এসি মিলানের ব্যাক রুম স্টাফ হিসেবে দায়িত্ব নেয়ার কথা রয়েছে তার।

আজ শুক্রবার সানসিরোতে রোমার বিপক্ষে মৌসুমের প্রথম হোম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে মিলান। যেখানে উপস্থিত থাকবেন ৩৬ বছর বয়সী এই ফুটবল তারকা। যদিও সূচনা ম্যাচে নেপোলির কাছে ৩-২ গোলে হেরে গেছে ক্লাবটি।

এ জন্য ক্লাবের পরিচালনা পর্ষদ এবং সাবেক আইকন লিওনার্দো ও পাওলো মালদিনির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ২০০৭ সালের ব্যালন ডিঅঁর খেতাব জয়ী ব্রাজিলীয় তারকার।

ইতালিতে পৌঁছানোর পর কাকা সাংবাদিকদের বলেন, ‘আমি সবসময় লিওনার্দোর সঙ্গে কথা বলি। আমরা বন্ধু। তবে মিলানে আমার যে কাজটি করতে হবে সেটি নিয়ে কখনো আলাপ হয়নি।’

আরআইএস