কাবা কাপে নারী ভলিবল দল আফগানিস্তানকে হারিয়ে তৃতীয় হলো বাংলাদেশ
মালদ্বীপে অনুষ্ঠিত সেন্ট্রাল এশিয়ার টুর্নামেন্ট কাবা কাপে চার দলের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ নারী ভলিবল দল। আফগানিস্তানকে সরাসরি ৩-০ সেটে হারিয়ে এই কীর্তি অর্জন করে তারা।
প্রথম দুই সেটে দাপটের সাথে খেলে লাল-সবুজের প্রতিনিধিরা। আফগানিস্তান নারী দলের বিপক্ষে যথাক্রমে ২৫-২০ পয়েন্টে জয়লাভ করে বাংলাদেশ।
ম্যাচে ফিরতে তৃতীয় সেটে জয়ের কোনো বিকল্প ছিল না আফগানিস্তানের। তবে সেখানে আরও বাজে পারফরম্যান্স করে তারা। মাত্র ১৫ পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয় দলটি। অন্যদিকে, ২৫ পয়েন্ট হওয়ার সঙ্গে সঙ্গে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।
সেন্ট্রাল এশিয়ার এই টুর্নামেন্টে অংশ নেয় স্বাগতিক মালদ্বীপ, কিরগিজস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ।
