বিশ্বকাপ ভারতেই খেলার প্রস্তাব দেবে আইসিসি, আলোচনায় ভিন্ন দুই ভেন্যু
আলোচনায় টি-২০ বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-র মধ্যে ই-মেইল চালাচালি। ক্রিকেট ভক্তরাও তাকিয়ে কী সিদ্ধান্ত আসে, তা দেখার জন্য। এরইমধ্যে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানাচ্ছে, আইসিসি শিগগিরই সিদ্ধান্ত জানাতে যাচ্ছে।
তারা বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের বিষয়টি লিজিস্টিকসহ নানা বিষয়ে জটিলতা থাকায় মানতে পারবে না। বিসিবিকে তাই ভারতেই দুটি ভিন্ন ভেন্যুতে খেলার প্রস্তাব দেবে। এরমধ্যে একটি চেন্নাইতে, অপর ভেন্যু কেরালায়।
যদিও এরইমধ্যে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল বলে রেখেছেন, তারা আগের অবস্থানেই আছেন। অর্থাৎ, ভারতে গিয়ে না খেলার সিদ্ধান্তেই বাংলাদেশ অটল।
এদিকে, ভারতে চলমান নিউজিল্যান্ডের সঙ্গে ওডিআই সিরিজে আম্পায়ার হিসেবে আছেন বাংলাদেশের শরফুদৌল্লা সৈকত। প্রথম ম্যাচে তিনি মাঠে ছিলেন টিভি আম্পায়ার হিসেবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন ইস্যুতে বিসিবির সঙ্গে আলোচনায় সৈকতের বিষয়টি আনতে পারে আইসিসি। বলতে পারে, সৈকত যেখানে পূর্ণ নিরাপদ থেকে ম্যাচ পরিচালনা করতে পেরেছেন, সেখানে বাংলাদেশ দলের নিরাপত্তাও যথাযথভাবে দেওয়া হবে।
এছাড়া বিশ্বকাপে সৈকতের সঙ্গে গাজী সোহেলও ম্যাচ অফিশিয়াল হিসেবে থাকার কথা। যেহেতু সৈকত আছেন ভারতে, গাজীও নিশ্চয়ই আম্পায়ারিং করতে আসতে পারেন, সে ক্ষেত্রে দুই আম্পায়ারের বিষয়টিকেও যুক্তি হিসেবে তুলে ধরতে পারে আইসিসি। ব্যাখ্যা দাঁড় করাতে পারে, দুই বাংলাদেশি নিরাপদ থাকলে ক্রিকেটাররা কেন থাকবে না।
বিসিবি ভারতে ক্রিকেটারদের নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে আইসিসিকে চিঠি দিয়েছে এবং সরকারী দিক থেকেও নির্দেশনা দেওয়া হয়েছে যেন দল ভারত যাত্রা না করে।
সম্প্রতি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) কোনো কারণ উল্লেখ না করেই মোস্তাফিজুর রহমানকে তাদের দল থেকে রিলিজ করে দেয়। এরআগে কয়েকটি হিন্দুপন্থী সংগঠন মোস্তাফিজকে ভারতে যেতে দেয়া হবে না বলে হুমকি দিয়েছিল।
কেকেআর'র রিলিজ করে দেওয়ার প্রতিক্রিয়াও দ্রুত জানায় বাংলাদেশ। আইসিসিকে জানায়, আসছে বিশ্বকাপে ভারতে গিয়ে খেলবে না টাইগাররা। মোস্তাফিজকেই যেখানে নিরাপত্তা দিতে পারেনি, সেখানে পুরো টিম, সাপোর্ট স্টাফ এবং সমর্থকদের নিরাপত্তা নিয়েও শঙ্কার কথা জানায় বিসিবি। আইসিসিকে পাঠানো ইমেইলে বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানানো হয়।
