‘মাদ্রিদ ডার্বি’ জিতে ফাইনালে রিয়াল
স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এতে ফাইনালে বার্সেলোনাকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে জাবি আলোনসোর শিষ্যরা।
নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে সেমিফাইনালের ২ মিনিটেই গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন ফেদেরিকো ভালভার্দে। ঐ এক গোলেই প্রথমার্ধ শেষ হয়।
ম্যাচের ৫৫ মিনিটে দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান রিয়ালের রদ্রিগো। তিন মিনিট পরে গোল করে ব্যবধান কমান অ্যাটলেটিকো ফরোয়ার্ড আলেকজান্দার সরলথ। ম্যাচের বাকি সময় অনেক চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি দিয়েগো সিমিওনের দল।
ম্যাচে হার-জিতের মাঝে ব্যবধান হয়ে ছিলেন যেন রিয়াল গোলকিপার থিবো কুর্তোয়া। সব মিলিয়ে অ্যাটলেটিকো ২১টা শট আর ছয়টা অন টার্গেট শট নিয়েও কুর্তোয়াকে পরাস্ত করতে পেরেছে মাত্র একবার।
স্প্যানিশ সুপার কাপে গত তিনবার ফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সা-রিয়াল। এর মধ্যে দুবার বেলিংহামদের হারিয়ে শিরোপা জেতে বার্সেলোনা। এ বছর স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আবারও হচ্ছে 'এল ক্লাসিকো'।
