ঢাকা শনিবার, ১০ই জানুয়ারী ২০২৬, ২৭শে পৌষ ১৪৩২


মার্সেইয়ের হৃদয় ভেঙে আবারও চ্যাম্পিয়ন পিএসজি


৯ জানুয়ারী ২০২৬ ১০:২৭

সংগৃহীত

প্যারিস সেইন্ট জার্মেইকে থামাবে কে? একের পর এক ট্রফি জিতেই চলছে ফরাসি ক্লাবটি। গড়ছে রেকর্ডের পর রেকর্ড। ফ্রেঞ্চ সুপার কাপের ফাইনালে অলিম্পিক মার্সেইকে টাইব্রেকারে হারিয়ে টানা চতুর্থ ও রেকর্ড ১৪ বার ফরাসি সুপার কাপ জিতলো পিএসজি।

 

তবে লুইস এনরিকের শিষ্যদের জয়টা এত সহজে আসেনি। নব্বই মিনিট পেরিয়ে ম্যাচের অতিরিক্ত মিনিটের খেলা তখন চলছে, মার্সেই এগিয়ে ২-১ ব্যবধানে। ১৪ বছরের মধ্যে প্রথম শিরোপার স্বপ্ন দেখছিল তখন মার্সেই সমর্থকরা। কিন্তু শেষ মুহূর্তে গন্সালো রামোসের গোলে সব কিছু ওলটপালট হয়ে যায়। মূল ম্যাচ শেষ হয় ২-২ গোলে। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

 

প্রথম দুটো শট ঠেকিয়ে নায়ক গোলরক্ষক লুকাহ শুভালিয়ে। ফলে টাইব্রেকারে ৪-১ গোলে জিতে রেকর্ড ১৪ বার ফরাসি সুপার কাপ ঘরে তুললো পিএসজি। ফ্রেঞ্চ সুপার কাপের সবশেষ ১৩ আসরের বারোটাতেই চ্যাম্পিয়ন প্যারিসের ক্লাবটি।