ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


প্রতিপক্ষ এখন আমাদের পেসারদের নিয়ে ভাববে : তামিম


৪ সেপ্টেম্বর ২০২৪ ২০:৪১

ফাইল ফটো

রাওয়ালপিন্ডির উইকেট সব সময়ই ব্যাটসম্যানদের দিকে হাত বাড়িয়ে দেয়। তবু সেখানে পেসারদের কিছু করে দেখানোর সম্ভাবনায় সিরিজের আগে পাকিস্তানের শাহিন আফ্রিদি, নাসিম শাহদের নামই এসেছে। কিন্তু রাওয়ালপিন্ডিতেই দুই টেস্টে পাকিস্তানের পেসারদের লেগেছে ম্রিয়মাণ, আর বাংলাদেশের তরুণ পেস বোলিং বিভাগ ছড়িয়েছে মুগ্ধতা।

 

 

দুই টেস্টেই জিতে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা এই বাংলাদেশের পেস বোলিং আক্রমণ এখন পুরো বিশ্বের প্রশংসা পাচ্ছে। এই বোলিং আক্রমণ দেখেই তামিম ইকবাল বলছেন, এমন বোলিং বাংলাদেশের ব্যাটসম্যানদের কাজটা সহজ করে দেবে। বিদেশে খেলতে যাওয়া বাংলাদেশের সামনে সবুজ পিচ ফেলে জয় তুলে নেওয়ার সহজ সমীকরণ নিয়েও দুবার ভাবতে হবে প্রতিপক্ষকে।