ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


দল জিতলেও মেজর লিগে অভিষেক রাঙাতে পারেননি সাকিব


৮ জুলাই ২০২৪ ১২:৩২

ছবি: সংগৃহীত

ব্যাট হাতে খুব বেশি রান পাননি, বল হাতে ছিলেন খরুচে। যদিও উইকেটের দেখা পান।

 
 

তবে ম্যাচে খুব বেশি ইমপ্যাক্ট ফেলতে পারেননি সাকিব আল হাসান। মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) পারফরম্যান্স দিয়ে অভিষেক রাঙাতে পারেননি তিনি।  

 

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সকালে টেক্সাস সুপার কিংসের বিপক্ষে আগে ব্যাট করতে নামে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। দলটির হয়েই আজ অভিষেক হয়েছে সাকিবের। নির্ধারিত ২০ ওভারে তার দল ৭ উইকেটে করে ১৬২ রান। পরে টেক্সাস ১৫০ রানের বেশি করতে পারেনি। নাইট রাইডার্স জেতে ১২ রানে।  

দলের হয়ে ব্যাট হাতে ১৩ বলে ১৮ রান করে আউট হওয়ার পর বোলিংয়ে তাকে দিয়ে পুরো ৪ ওভার করাননি দলের অধিনায়ক সুনিল নারাইন। অ্যারন হার্ডির উইকেট পেলেও ৩ ওভারে সাকিব খরচ করেন ৩২ রান।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, জুলাই ৬, ২০২৪